ভোটার এলাকা পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু ভোটার আইডি কার্ড ট্রান্সফার করার নিয়ম জানেন না? তাহলে আজকের এই পোস্ট শেষ পর্যন্ত পড়তে থাকুন। 

বিভিন্ন কারণে-অকারণে আমাদের ভোটার এলাকা বা ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হয়। কিন্তু কিভাবে ভোটার এলাকা পরিবর্তন করতে হয় এটা অনেকের অজানা। 

তাই আপনাদের সুবিধার্থে এই ব্লগ পোস্টে ভোটার আইডি কার্ড ট্রান্সফার করার নিয়ম, ভোটার আইডি কার্ড ট্রান্সফার ফরম এবং ভোটার এলাকা পরিবর্তন ফি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। 

ভোটার আইডি কার্ড ট্রান্সফার করার নিয়ম ২০২৪ 

ভোটার আইডি কার্ড ট্রান্সফার করার জন্য সর্ব প্রথমে আপনাকে NID Form 13 প্রিন্ট করে নিতে হবে। তারপরে, উক্ত ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে। 

অতঃপর, ফর্মটি সঠিকভাবে ফিলাপ করার পর বর্তমান উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে। 

ভোটার এলাকা পরিবর্তন আবেদন করার ৭ দিন থেকে ১৫ দিনের মধ্যেই আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন হবে। 

এভাবেই বর্তমান ঠিকানায় ভোটার এলাকা ট্রান্সফার করে নির্বাচনের সময় ভোট প্রদান করার অধিকার পাবেন। 

ভোটার আইডি কার্ডের ঠিকানা ট্রান্সফার করার নিয়ম

ভোটার আইডি কার্ডের ঠিকানা ট্রান্সফার করার নিয়ম নিম্নে ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে। নিম্নের ধাপ করুন অনুসরণ করে খুব সহজে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করুন। 

ধাপ ১ঃ ভোটার আইডি কার্ড পরিবর্তন ফরম সংগ্রহ করা 

ভোটার আইডি কার্ডের ঠিকানা ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনাকে ভোটার আইডি কার্ড পরিবর্তন ফরম সংগ্রহ করতে হবে। এ জন্য নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট হতে NID Form 13 প্রিন্ট করে নিন।

ধাপ ২: আবেদন ফরম পূরণ করুন 

এখন আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। এগুলো হচ্ছে…. 

  • আবেদনকারীর নাম – এখানে আবেদনকারীর নাম দিতে হবে। 
  • জাতীয় পরিচয় পত্র নম্বর- আবেদনকারীর এনআইডি কার্ডের নাম্বার দিবেন।
  • জন্ম তারিখ – এখানে আবেদনকারীর জন্ম তারিখ লিখুন। 
  • বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি – বর্তমান ঠিকানার ভোটার নাম্বার, ভোটার এলাকার নাম, গ্রাম/রাস্তা, উপজেলা, জেলা , বিভাগ এবং অন্যান্য ঠিকানা প্রদান করুন। 
  • যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক- এখন যে এলাকায় ভোটার আইডি কার্ড স্থানান্তর করতে চাচ্ছেন সেই এলাকার নাম এবং ঠিকানা দিবেন। 
  • স্থানান্তরের কারণ- কি কারণে নতুন জায়গায় ভোটার আইডি কার্ড স্থানান্তর করতে চাচ্ছেন তার কারণ লিখতে হবে। 
  • আবেদনকারীর স্বাক্ষর- এই পর্যায়ে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে। 
  • সনাক্তকারী স্বাক্ষর ও সিল- নতুন এলাকায় ভোটার আইডি কার্ড পরিবর্তন করতে সনাক্তকারী হিসেবে একজন জনপ্রতিনিধির স্বাক্ষর এবং সিল লাগবে। তাই এই পর্যায়ের সনাক্তকারীর স্বাক্ষর এবং সিল দিতে হবে।

ধাপ ৩: আবেদন ফরম জমা প্রদান 

উপরোক্ত পদ্ধতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তর ফর্ম সঠিকভাবে পূরণ করার পর বর্তমান বা নতুন উপজেলা নির্বাচন কমিশন অফিসে হাতে হাতে আবেদন ফরম জমা দিতে হবে। 

আবেদন ফরম জমা দেওয়ার সময় ২৩০ টাকা ভোটার আইডি কার্ড পরিবর্তন ফি জমা দিতে হবে। 

ব্যাস, এরকমভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন খুব সহজে।

ভোটার আইডি কার্ড ট্রান্সফার ফরম

ভোটার আইডি কার্ড ট্রান্সফার ফরমের মাধ্যমে ভোটের এলাকা পরিবর্তন করার আবেদন করতে পারবেন। এজন্য ভোটার আইডি কার্ড ট্রান্সফার ফরম প্রিন্ট করতে হবে। এর নিচে ভোটার আইডি কার্ড পরিবর্তন ফরম দেওয়া হলো। 

ভোটার আইডি কার্ড ট্রান্সফার করার নিয়ম | ভোটার আইডি কার্ড ট্রান্সফার ফরম

ভোটার আইডি কার্ড পরিবর্তন ফরমঃ ডাউনলোড করুন

ভোটার আইডি কার্ড ট্রান্সফার করতে কি কি লাগবে? 

ভোটার আইডি কার্ড ট্রান্সফার করতে আবেদন ফরম এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি কাগজপত্র জমা দিতে হয় তা জেনে নিন। 

  1. ভোটার আইডি কার্ড ট্রান্সফার ফরম;
  2. আবেদনকারীর এনআইডি কার্ডের ফটোকপি; 
  3. নতুন বা বর্তমান এলাকার চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র; 
  4. শনাক্তকারী হিসেবে নতুন বা বর্তমান ঠিকানার জনপ্রতিনিধির এনআইডি নাম্বারসহ নাম, স্বাক্ষর ও সিল;
  5. ঠিকানা প্রমাণের জন্য গ্যাস, পানি অথবা বিদ্যুৎ বিলের কপি; 
  6. এছাড়া অন্যান্য কাগজপত্র লাগলে নির্বাচন কমিশন অফিস হতে জানানো হবে।

ভোটার আইডি কার্ড পরিবর্তন করতে উপরোক্ত কাগজপত্র গুলো লাগবে। তাই আপনি যখন ভোটার আইডি কার্ড ট্রান্সফার করতে যাবেন তখন উপরোক্ত কাগজপত্র গুলো সঙ্গে করে নিয়ে যাবেন। 

ভোটার আইডি কার্ড ট্রান্সফার করতে কত টাকা লাগে? 

ভোটার আইডি কার্ড ট্রান্সফার করতে ২৩০ টাকা ফি প্রদান করতে হয়। অর্থ্যাৎ, ভোটার এলাকা পরিবর্তন আবেদন ফি ২৩০ টাকা। 

মাত্র ২৩০ টাকা প্রদান করে সহজে আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

তবে একটা বিষয় খেয়াল রাখবেন, বর্তমানে নির্বাচন কমিশন অফিসে অসাধু কিছু কর্মকর্তারা ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে অতিরিক্ত টাকা দাবি করে। এজন্য অতিরিক্ত টাকা না দিয়ে সরকারি নির্ধারিত টাকা পরিশোধ করবেন। 

ভোটার আইডি কার্ড ট্রান্সফার করতে কতদিন সময় লাগে? 

ভোটার আইডি কার্ড ট্রান্সফার করতে ন্যূনতম ৭ দিন হতে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সময় লাগে। অর্থাৎ, ভোটার এলাকা পরিবর্তন হতে ৭-১৫ দিন পর্যন্ত সময় লাগবে। 

এছাড়া কখনো কখনো ভোটার এলাকা পরিবর্তন হতে ২১ দিন থেকে ৩০ দিন পর্যন্ত সময় লেগে যায়। আবার অনেকের ৩-৭ দিনের মধ্যেই ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন হয়ে যায়।  

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *